৫ জানুয়ারি, সোমবার চল্লিশে পা রাখলেন বলিউড ‘মাস্তানি’ দীপিকা পাডুকোন। আর সেই প্রেক্ষিতেই অনুরাগীদের জন্য এলাহি আয়োজন দীপিকার। বিমানের টিকিট কেটে মোট ৫০ জন ভক্তকে মুম্বইতে উড়িয়ে নিয়ে আসেন অভিনেত্রী। বিমানবন্দর থেকে প্রত্যেককে গাড়িতে করে ভেন্যুতে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন। পঞ্চাশ ভক্তকে স্বাগত জানিয়েছেন নিজের হাতে চিঠি দিয়ে। শুধু কি তাই? নিজের জন্মদিনে পালটা অনুরাগীদের হাতে ধরিয়েছেন দামি ‘রিটার্ন গিফট’। তার সঙ্গে উপরিপাওনা ছিল জন্মদিনের এলাহি ভোজবাজি। ইন্দো-ওয়েস্টার্ন মেনুতে ছিল রকমারি ককটেল, দক্ষিণী, মোগলাই খানাপিনা থেকে উত্তর ভারতীয় নানা পদ। অনুরাগীদের বৃত্তে পরিবেষ্টিত হয়ে পেল্লাই আকৃতির ত্রিস্তরীয় চকোলেট কেকও কাটেন দীপিকা। সবথেকে মজার বিষয় হল, বার্গেন্ডি রঙের কেকের সঙ্গে রং মিলান্তি পোশাকে সেজেছিলেন নায়িকা। দেদার আড্ডা, খানাপিনায় জমে ওঠে ‘মস্তানি’র ৪০তম জন্মদিনের পার্টি। ছাব্বিশ সালটা যে দীপিকা পাড়ুকোনের জন্য ‘তুরুপের তাস’ হতে চলেছে, সেটা নায়িকার ঝুলিতে থাকা মেগাবাজেট সব সিনেমাই বলে দেয়। শুধু বলিউড নয়, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতেও বর্তমানে ‘দাপুটে দামি’ অভিনেত্রীর তালিকায় নাম লিখিয়েছেন তিনি। এবারের জন্মদিনটাও তাই আরও বিশেষভাবে পালন করলেন দীপিকা।