একসাথে আবার জুটি বাঁধছে দেব ও শুভশ্রী

টলিউডের এক সময়ের বেশ জনপ্রিয় জুটি ছিল দেব ও শুভশ্রী। বড় পর্দায় দেব ও শুভশ্রী মানেই ছিল সুপারহিট ছবি। কিন্তু বেশ কয়েকবছর হয়ে গেল বড় পর্দায় একসাথে কাজ করতে দেখা যায় না তাদের। শোনা যাচ্ছে সব অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরেই একসাথে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা ও অভিনেত্রী-কে। ২০১৬ সালে দেব ও শুভশ্রী জুটিকে নিয়ে ‘ধুমকেতু’ ছবিটি তৈরি করেছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। তবে অনেকগুলো বছর পার হয়ে গেলেও ছবিটি মুক্তি পায় না। তবে ছবির প্রযোজক রানা সরকার নিজেই এক সংবাদ মাধ্যমকে জানান যে ছবিটি অবশেষে চলতি বছরেই মুক্তি পেতে চলেছে। ছবিটির প্রথম খবর যখন ২০১৬ সালে সামনে আসে তখনই দর্শকদের উৎসাহ দেখা যায়। কিছুদিন আগেই দেব-র ছবি ‘টনিক’ মুক্তি পেয়েছে। বক্স অফিসে দারুন ব্যাবসা করছে এই ছবিটি। করোনার জন্য রাজ্যে নতুন করে কোভিড বিধি চালু হলেও ছবিটি কিন্তু হাউসফুল যাচ্ছে সে কথা নিজেই জানান দেব। তবে ‘ধুমকেতু’ ছবিটি মুক্তির তারিখ নিয়ে দেব নিজের সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে, ‘গত দুদিন ধরেই আমার সামাজিক মাধ্যমে ধুমকেতুর মুক্তির তারিখ নিয়ে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। সবার মতো আমিও চাই ছবিটা দ্রুত মুক্তি পাক। তবে সত্যি কথা বলতে আমি নিজেও জানিনা ছবিটি কবে মুক্তি পাবে’।