এবার পুজোয় তাপমাত্রা বাড়তে চলেছে। নেপথ্যে টলিউডের হিট জুটি বেদ-শুভশ্রী। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই খবর দিলেন দিলেন খোদ দেব। ২০২৬-এর দুর্গাপুজোয় বড়পর্দায় ফিরছে ‘দেশু’। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেব জানালেন, তাঁর ৫১ তম ছবির নায়িকা হচ্ছেন শুভশ্রী। অর্থাৎ এক দশক পর আবার শ্যুটিং ফ্লোরে দেব-শুভশ্রী। গত বছর ‘ধুমকেতু’ মুক্তি পেলেও সেই ছবির শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। সুখবর দিয়ে দেব ক্যাপশনে লিখেছেন, ‘এই দুর্গাপুজোয় তামপাত্রা বাড়তে চলেছে। তৈরি থাকুন থ্রিল ও রোমান্সের নতুন রসায়নের জন্য..যা আপনারা সবসময় পছন্দ করেছেন’।