জন্মদিনে দর্শকদের দেবের উপহার, প্রকাশ্যে আনলেন ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির পোস্টার

 একদিকে আজ দেবের জন্মদিন অন্যদিকে বড়দিন উপলক্ষ্যে পর্দায় মুক্তি এসেছে প্রজাপতি 2 ৷ ইতিমধ্যেই একাধিক প্রেক্ষাগৃহে ঝুলেছে হাউসফুল বোর্ড ৷ এরই মধ্যে পরবর্তী ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন সুপারস্টার। কানাঘুষো আগেই এই ছবির কথা শোনা গিয়েছিল। তবে আজ তাতে শিলমোহর দিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির প্রথম পোস্টার পোস্ট করলেন দেব। কখনও বিপ্লবী বাঘাযতীন, কখনও ভারতীয় ফুটবলের আদিপুরুষ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায়। তবে এবার কোনও ঐতিহাসিক চরিত্র নয় আজকের দিনের রক্ত মাংসের এক চরিত্রকে পর্দায় তুলে ধরবেন দেব। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হকের অসাধারণ জীবনকথা থেকে এই ছবি তৈরি হতে চলেছে। অর্থাৎ আরও একবার বাস্তব জীবনের দ্বারা অনুপ্রাণিত হয়ে আসছে দেবের ছবি। গল্পের কেন্দ্রে পদ্মশ্রী করিমুল হক। যিনি নিজের মোটরবাইককে অ্যাম্বুল্যান্স বানিয়ে ফেলেন। কারণ একবার অ্যাম্বুলেন্সের অভাবে নিজের মাকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে পৌছতে না পারায় মাকে হারান তিনি। তাই আর কাউকে যেন এভাবে প্রিয়জনকে না হারাতে হয় তার জন্য তিনি নিজের বাইককে করে তোলেন অ্যাম্বুলেন্স। গ্রামের দুর্গম পথ ধরে অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য জীবন বাঁচিয়েছেন তিনি। তাঁর কাহিনিই এবার বড় পর্দায়। করিমুলের ভূমিকায় দেব। মাকে হারানোর পর থেকেই করিমুল নিজের বাইক চালিয়ে অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন, যা আজও করে চলেছেন তিনি নিঃস্বার্থ এবং নিরলসভাবে। প্রসঙ্গত, এই কাজের জন্য 2017 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় করিমুল হককে। বহু মানুষের কাছে তিনি শুধুই একজন সমাজকর্মী নন, বরং সংকটের সময়ে একমাত্র ভরসার নাম। এহেন ভূমিকাতেই এবার দেব। গ্ল্যামহীন লুকে ছাপোষা ইমেজে ধরা দেবেন সুপারস্টার। সব ঠিক থাকলে আগামী বছরেই আসছে দেব অভিনীত বাংলা ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। পরিচালনায় বিনয় এম মুদগিল। সূত্রের খবর, এই ছবিতে দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে ছোট পর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা মল্লিককে। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের মাধ্যমে যিনি আজ বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন।