২৫ ডিসেম্বর শুধু বড়দিন নয়, দেব ভক্তদের জন্য় ক্যালেন্ডারের পাতার সেরা দিন। কারণ এদিন তাঁদের প্রিয় তারকার জন্মদিন। এবছর জন্মদিনের দিনের মুক্তি পাচ্ছে দেবের ছবি ‘প্রজাপতি ২’। তবে শুধু নতুন ছবি মুক্তিতেই থেমে থাকবেন না সুপারস্টার। নায়কের জন্মদিনে তাঁর পরবর্তী ছবির ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে। টলিপাড়ায় জোর গুঞ্জন ২০২৬-এর স্বাধীনতা দিবসে রুপোলি পর্দায় পদ্মশ্রী ‘অ্যাম্বুল্যান্স দাদা’ জলপাইগুড়ির ছেলে করিমূল হকের ভূমিকায় ধরা দেবেন দেব। দেব আগেও বহুবার জীবনীচিত্রে অভিনয় করেছেন। কখনও বিপ্লবী বাঘাযতীন, কখনও ভারতীয় ফুটবলের আদিপুরুষ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায়। তবে এবার কোনও ঐতিহাসিক চরিত্র নয় আজকের দিনের রক্ত মাংসের এক চরিত্রকে পর্দায় তুলে ধরবেন দেব। শোনা যাচ্ছে, এই ছবিতে আরও এক ছোট পর্দার নায়িকাকে দেবের বিপরীতে দেখা যেতে চলেছে। ট্রেন্ড মেনেই ছোটপর্দার এক নায়িকাকেই বড় ব্রেক দিতে চলেছেন দেব। গত কয়েক বছরে সৌমিতৃষা কুণ্ডু, শ্বেতা ভট্টাচার্য, ইধিকা পালের মতো জি বাংলার নায়িকারা দেবের ছবিতে হিরোইন হয়েছেন। প্রজাপতি ২-তে ইধিকার পাশাপাশি দেখা মিলছে জলসা কন্যা জ্যোতির্ময়ী কুণ্ডুর। ‘অ্যাম্বুল্যান্স দাদা’র বায়োপিকে দেবের নায়িকা হবেন ছোটপর্দার জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিক।