ফের একবার চেনা টিম নিয়ে কাজ করতে চলেছেন দেব। সম্প্রতি টলিউড ইন্ডাস্ট্রির পরিচালকজুটি লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে অভিনেতা দেব এবং প্রযোজক অতনু রায় চৌধুরীকে। পরিচালিকা সেই পোস্টেই জানান দিয়েছেন যে, সুপারস্টার দেবকে নিয়ে তাঁরা আগামী ছবির জন্য তৈরি হচ্ছেন। অতঃপর, ‘সাঁঝবাতি’র পর যে আবারও লীনা-শৈবাল জুটির পরিচালনায় অভিনয় করছেন দেব, তা স্পষ্ট। ছবির গল্প নিয়ে এখনই মুখ খুলতে নারাজ প্রযোজক অতনু কিংবা পরিচালকজুটি লীনা-শৈবালের কেউই। তবে আকারে-ইঙ্গিতে প্রযোজক বুঝিয়ে দিয়েছেন যে নতুন ছবি তাঁর ঘরানারই হতে চলেছে। মানে আগামী সিনেমাও একটা সম্পর্কের গল্প নিয়েই আবর্তিত হবে।