সাহিত্য অ্যাকাডেমি সম্মান প্রাপ্ত, বিশিষ্ট লেখক স্বপ্নময় চক্রবর্তীর ‘বিদ্যাসাগর বিদ্যাসাগর’ গল্পটির স্বত্ব কিনেছেন দেবদূত ঘোষ। এই গল্পকে কেন্দ্র করেই তৈরি হবে আগামী ছবি। এই ছবি আধুনিক প্রেক্ষাপটে গড়ে উঠবে বলে জানান তিনি। ছবির মুখ্য ভূমিকায় বা নাম ভূমিকায় দেখা যাবে এক নতুন মুখকে। দেবদূতের কথায়, “থিয়েটার জগতের শিল্পীদের নিয়েই পরিকল্পনা চলছে। যাঁর চেহারার সঙ্গে মিল থাকবে বিদ্যাসাগর মহাশয়ের, তেমনই কাউকে চূড়ান্ত করব।” ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেবদূত বলেন, “আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম, এখন বাংলা ছবির যা অবস্থা তাতে টাকার জোর না থাকলে কেউ এগোতে পারেন না। ফিল্ম ফেস্টিভ্যালেও সব স্তরের মানুষ যেতে পারেন না। তাই আমি পরিকল্পনা করেছি, একটা গাড়ির ব্যবস্থা করব, একটা প্রোজেক্টর সঙ্গে নেব। এরপর গাড়িটিকে এমন কিছু কিছু অঞ্চলে নিয়ে যাব যেখানে সিনেমা হলে বা ফিল্ম ফেস্টিভ্যালে কেউ যান না। সেখানেই আগেকার দিনের মতো প্রোজেক্টরে সেইসব সিনেমা দেখাব, যেগুলো বাংলা ছবির জগতে সেরা। সব ধরনের বাংলা ছবিই থাকবে সেখানে। পরিকল্পনা রয়েছে খুব তাড়াতাড়ি এরকম কিছু করার।”