সরস্বতী পুজোর শুভদিনে শুভমহরত হল দেবের পরবর্তী সিনেমা ‘খাদান’-এর। এদিনের মহরতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরিন্দর ফিল্মসের কর্ণধারেরা এবং ছবির অন্যান্য কলাকুশলীরাও। দেবের প্রযোজনা সংস্থা এবং সুরিন্দর ফিল্মস এই ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করবে। দেবকে এখানে একজন কয়লা মাফিয়ার চরিত্রে দেখা যাবে। এছাড়াও তাঁর বিপরীতে দেখা যাবে ছোটপর্দা খ্যাত ইধিকা পালকে। তবে তাঁর চরিত্রটি কেমন হবে তা নিয়ে নির্মাতারা কিছু জানাননি। কয়লা খনি অঞ্চলের সমাজ এবং রাজনীতির প্রেক্ষাপটে এই ছবির কাহিনী। ইতিমধ্যেই দেব প্রকাশ্যে এনেছেন ছবিতে তাঁর লুক। এছাড়াও ওঁর সঙ্গে এক পর্দায় দেখা যাবে যীশু সেনগুপ্তকে। সোশ্যাল মিডিয়ায় ঢোল হাতে, ধুতি পরে তাঁর মোশন পোস্টার রিলিজ করেছিলেন।