মুক্তি পেল কার্তিক আরিয়ান অভিনীত ‘ধমাকা’-র টিজার। আপাতত নিউজ অ্যাঙ্কর কার্তিকের ইনটেন্স লুকে মজেছেন ভক্তরা। এই অ্যাকশন থ্রিলার ছবির পরিচালক রাম মাধবনি। প্রযোজনায় রয়েছে আর এস ভি পি মুভিজ, রাম মাধবনি ফিল্মস, গ্লোবাল গেট এন্টারটেইনমেন্ট। ছবিতে কার্তিকের ফার্স্ট লুক চোখের সামনে আসার পর থেকেই ‘ধমাকা’ নিয়ে ক্রমে জল্পনা বাড়ছিল। টিজার প্রকাশ্যে আসার পর এবার সেই উত্তেজনা আরও একধাপ বাড়ল। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার সিনেমা দ্য টেরর লাভ থেকে রিমেক করা হয়েছে ছবিটি। এক সাংবাদিক একটি বোমা বিস্ফোরণের ঘটনা কভার করেন। এর পর থেকেই অন্য দিকে মোড় নেয় গল্প। সাংবাদিক সত্ত্বার সঙ্গে ব্যক্তি সত্ত্বার লড়াই চলতে থাকে। নানা ধরনের টানাপোড়েনের শিকার হতে হয়। এ নিয়েই ধমাকা ছবির গল্প। ধমাকায় কার্তিকের চরিত্রের নাম অর্জুন পাঠক। এবার একদম অন্য লুকে দেখা গিয়েছে কার্তিককে। লম্বা চুল, কোর্ট আর চশমার নিচে দৃঢ় চোখ যেন পরতে পরতে ফুটিয়ে তুলেছে নিউজ অ্যাঙ্করের চরিত্রকে। মিনিট খানেকের টিজারে কার্তিকের ডায়ালগ ডেলিভারিতেও সেই বিষয়টি ধরা পড়েছে। টিজারে দেখা যাচ্ছে, মানসিক ভাবে অশান্ত থেকেও ক্যামেরার সামনে নিজেকে স্বচ্ছন্দ দেখানোর চেষ্টা করছেন কার্তিক। আর এখানেই শেষ হয়ে যাচ্ছে টিজার। যা সিনেপ্রেমীদের কৌতূহল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ছবিতে কার্তিক ছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে মৃণাল ঠাকুর, অমৃতা সুভাষ, বিকাশ কুমার-সহ অন্যদের। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘ধামাকা’।।