মাত্র এক মাস আগেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন দিয়া মির্জা ৷ গত ১৫ ফেব্রুয়ারি ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দিয়া। বিয়ের ১ মাস যেতে না যেতেই সুখবর দিলেন দিয়া। মা হচ্ছেন দিয়া মির্জা। বিয়ের পর মালদ্বীপে হনিমুনে গিয়েছেন দিয়া। তবে শুধুই বর নন, স্বামীর আগের পক্ষের মেয়ে ছোট্ট সামাইরাকেও নিয়ে গিয়েছেন দিয়া। মালদ্বীপ থেকেই নিজের মা হওয়ার খবর দিলেন দিয়া। মালদ্বীপের সৈকতে পরন্ত সূর্যালোকের সামনে দাঁড়িয়ে রয়েছেন দিয়া মির্জা। ছবিতে তাঁর বেবি বাম্প স্পষ্ট। ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে দিয়া লেখেন, “আমি আশীর্বাদধন্য। সব গল্পের শুরু যেখান থেকে হয় সেই শক্তির সঙ্গে নিজেকে জুড়ে আমি গর্বিত। ঘুমপাড়ানি গান…নতুন চারাগাছ… আর একরাশ আশা… আমার গর্ভে এই সব নতুন স্বপ্নের উদ্বোধন করতে পেরে আমি ধন্য।” দিয়ার ওই পোস্টে মুহূর্তেই কমেন্ট করতে থাকেন সেলেব থেকে সাধারণ। অদিতি রাও হায়দারি থেকে শুরু করে বিক্রান্ত মেসে, করিশ্মা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়ার কমেন্টে ভরে ওঠে কমেন্ট বক্স।
https://www.instagram.com/p/CNIATcpjlOt/?utm_source=ig_web_copy_link