দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়লেন দিয়া মির্জা

আজ লাল রঙের শাড়িতে সেজে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেন দিয়া মির্জা। দিয়ার বিয়ের আসর বসেছিল তাঁর বান্দ্রার বাসভবনেই। সন্ধেবেলা স্বামী বৈভবকে সঙ্গে নিয়ে বাইরে এলেন। নবদম্পতিকে দেখা গেল করজোড় বেরতে। সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন দিয়া। এমনকী, উপস্থিত অতিথি এবং পাপারাজ্জিদের নিজে হাতে মিষ্টি বিলোলেন নায়িকা। তখন অবশ্য বৈভব পাশে ছিলেন না। ‘স্যার’ কোথায় বলে বৈভব রেখির খোঁজ করলে, সলজ্জ হাসি দিয়ে অভিনেত্রীকে বলতে শোনা যায়, “ও লাজুক! পরিবার এবং অত্যন্ত ঘনিষ্ঠ মিলিয়ে ৫০ জন হাজির হন দিয়া মির্জার বিয়ের অনুষ্ঠানে। যার মধ্যে অন্যতম অদিতি রয় হায়দরি, জ্যাকি ভাগনানি এবং গৌতম গুপ্তা। সোমবার দুপুরে অদিতি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি শেয়ার করেন। যা দেখে স্পষ্ট হয়ে যায়, দিয়া মির্জা এবং বৈভব রেখির বিয়ের অনুষ্ঠান কার্যত শুরু হয়ে গিয়েছে।

https://www.instagram.com/p/CLUK7ATHvTP/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *