রাজ্যের মন্ত্রী ও বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসুর ছবি ‘ডিকশনারি’ নিয়ে জল্পনা চলছে দীর্ঘদিন ধরেই। ২০২০-র শেষ দিনে ছবির পোস্টার রিলিজ করলেন। ছবির নায়ক নায়িকার ভূমিকায় থাকছেন আবীর চট্টোপাধ্যায় আর নুসরত জাহান। প্রায় ১০ বছর পর এই সিনেমা দিয়ে ছবি পরিচালনায় ফিরলেন ব্রাত্য বসু। বুদ্ধদেব গুহর গল্প। কাজ করেছেন বাংলাদেশের স্টার মোশারফ করিমও। তাই এই ছবির চরিত্রগুলি নিয়ে আলোচনা চলছিল বহুদিন ধরেই। অবশেষে সেই সব প্রশ্নের জবাবের সামান্য ইঙ্গিত মিলল। বছরের শেষ দিনে মুক্তি পাওয়া ডিকশনারির পোস্টারে দেখা গেল আটপৌরে সাজে একেবারে অন্যরকম নুসরত আর আপনভোলা উদাস চোখের আবীরকে। পোস্টারে এঁদের দু’জনের শরীরে মিশে গিয়েছে একটা সরু পাহাড়ি রাস্তা। ওপরে নীল রঙে লেখা ছবির নাম ‘ডিকশনারি’। ডিকশনারি-র ‘র’-এর নিচে একটা লাল টিপ। তার নীচে লেখা তিনটে শব্দ। অজানা সম্পর্কের অভিধান। পরিচালক এর আগে জানিয়েছিলেন, মানবসম্পর্কের রহস্যের কথা সহজ ভাবে বলবে এই ছবি। আর তা বলবে মানবিকতার মোড়কে। পোস্টারেও তার ছাপ মিলল। আগামী জানুয়ারিতেই মুক্তি পাওয়ার কথা ছবিটির। পোস্টার প্রকাশ্যে আসার পর ছবি নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়ে দিল।