প্রকাশ্যে এল নতুন চলচ্চিত্রের নাম ‘উত্তরণ-হিউম্যান বিয়ন্ড জেন্ডার’। পরিচালক অনির্বেদ চট্টোপাধ্যায় পরিচালিত একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি এটি। এই প্রথমবার পরিচালক এই ধরনের ছবি তৈরি করছেন। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্র এক পুরুষের হলেও সে তার মধ্যে নারীসত্ত্বাকেই খুঁজে পায়। সমাজে লাঞ্ছনা, পরিবারের না মেনে নেওয়া এবং সেই জীবন থেকে কিভাবে সে নিজে এই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে উত্তরণের দিকে এগিয়ে যাওয়াই হল এই ছবির মূল গল্প। ছবিতে অভিনয় করছেন কাজী আলি আফতার, যুহান খান, রাজিব সরকার, সোমা দাস, সপ্তর্ষি মুখোপাধ্যায় প্রমুখকে। পরিচালক ও প্রযোজকের পরিকল্পনা এই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রটি প্রথমে দেশ বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হোক এবং পরবর্তী সময় অনলাইনে।