পরিচালক চন্দ্রশেখর দ্বিবেদী পরিচালনায় ও যশ রাজ ফিল্মস প্রযোজনায় আসছে অক্ষয়কুমার ও মানুষী ছিল্লার অভিনীত ছবি ‘পৃথ্বীরাজ’। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১০ই জুন। গতকালই প্রকাশ হল ছবির পোস্টার সহ কিছু চরিত্রের ঝলক। অভিনেতা অক্ষয়কুমার নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে তা শেয়ার করেছেন। ছবিতে পৃথ্বীরাজ চৌহান ও রাজকুমারী সংযুক্তার চরিত্রে অভিনয় করছেন অক্ষয়কুমার এবং মানুষী। দেখা যাবে পৃথ্বীরাজের বিশস্ত কাকা কানহা ও চাঁদ বরদাই-এর চরিত্রে থাকবেন সঞ্জয় দত্ত ও সোনু সুদ। প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী ছিল্লার তাঁর প্রথম ডেবিউ ছবিতেই অভিনয় করছেন অক্ষয়ের বিপরীতে। পরিচালক চন্দ্রশেখর দ্বিবেদী ছবি ‘পৃথ্বীরাজ’ যা হিন্দি, তামিল ও তেলুগু তিন ভাষাতেই মুক্তি পাবে।
https://www.instagram.com/reel/CZyjTyAJtof/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/reel/CZyjKVoJ1XS/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/reel/CZyjDjDpLQK/?utm_source=ig_web_copy_link