গতকাল ছিল তাঁর জন্মদিন, তবে তা উৎসবের চেয়ে কম ছিল না। পঞ্চাশ বছর জন্মদিন উপলক্ষে আয়োজিত হয়েছিল পার্টি। মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে উপস্থিত হয়েছিলেন গৌরী খান, ফারহা খান, মাহিপ কপূর, মণীশ মলহোত্র-সহ তাঁর কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ পত্নী গৌরী খান একটি ভিডিও শেয়ার করেন সেখানে করণ জোহারের মা হিরু যশ এবং বন্ধুবেষ্টিত হয়ে কেক কাটতে দেখা গেছে পরিচালককে। জন্মদিনের সকাল থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, ইন্ডাষ্ট্রির তারকা থেকে শুরু করে অনুরাগীরা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। জন্মদিনের পার্টিতে দেখা গেছে সেফ আলি খান-কারিনা কপূর, আমির খান-কিরণ রাও, অনুষ্কা শর্মা, শ্বেতা নন্দা বচ্চন, টাইগার শ্রফ, মণীশ মলহোত্র প্রমুখেরা।