অভিনেতা হোক কিংবা অভিনেত্রী একের পর এক আবদ্ধ হচ্ছেন বিয়ের বাঁধনে। এবার বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক লভ রঞ্জন বাঁধা পড়ল বিয়ের বাঁধনে। রবিবার বিয়ে সারলেন প্রেমিকা আলিশা বেদের সাথে আগরায়। বিয়েতে উপস্থিত ছিলেন রণবীর কপূর, অর্জুন কপূর, বরুণ শর্মা, ভূষণ কুমার, শ্রদ্ধা কপূর, দিনেশ ভিজান প্রমুখেরা। পরিচালক লভ রঞ্জনের পরবর্তী ছবি আসতে চলেছে যেখানে অভিনয় করতে দেখা যাবে রণবীর কপূর ও শ্রদ্ধা কপূরকে। ছবির নাম এখনও ঠিক না হলেও আসতে চলেছে তাঁদের অভিনীত চনতুন ছবি। সৌরভ গাঙ্গুলির বায়োপিকে প্রযোজনার দায়িত্বে রয়েছেন লভ। তাছাড়া ‘আকাশবাণী’, সোনু কে টিটু কি সুইটি’, ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘পেয়ার কা পঞ্চনামা টু’ ছবিও তাঁরই পরিচালিত।