নতুন বছরে বাংলা চলচ্চিত্র জগতের অনেক ছবির শুটিং শুরু হয়ে গেছে আবার করোনা অতিমারির জন্য কিছু কিছু ছবির শুটিং পিছিয়েও গিয়েছে। পরিচালক রাজা চন্দ এক সম্পর্কের গল্প নিয়ে আসছেন তাঁর পরবর্তী ছবিতে। ছবির নাম ‘হার মানা হার’, শুটিং-এর কাজ কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোহম চক্রবর্তী, পায়েল সরকার, আয়ুশী তালুকদার। এর আগে একই ছবিতে জুটি বাঁধতে দেখা গেছে পায়েল ও সোহম-কে আবার তাদের দেখা যাবে একই ছবিতে। তবে এইবার প্রথম আয়ুশীকে দেখা যাবে সোহমের সাথে। ছবিতে সিঙ্গেল বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সোহমকে। সোহমের মেয়ের ভূমিকায় অভিনয় করবে সিলভিয়া। ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন বাবুল সুপ্রিয়।