সমস্ত গুজবকে নস্যাৎ করে ফের বৈঠকে সামিল স্ক্রিনিং কমিটির সদস্যবৃন্দ। ইম্পা অফিসে বুধবারের সন্ধ্যায় তারকা হাট। হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেব, জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, বনি সেনগুপ্ত, রানা সরকার, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সহ আরও অনেকে। বৈঠক শুরু হয় সদ্য ‘পদ্মশ্রী’ প্রাপক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা জ্ঞাপনের মধ্যে দিয়ে। এদিনের বৈঠক শেষে আগামী ছয় মাসে কোন কোন বাংলা ছবি আসবে তার ঘোষণা করা হয়। জানুয়ারি মাসে নির্দিষ্ট সময়ে তিনটি ছবি মুক্তি পেয়েছে। জুন মাস আপাতত ফাঁকা। ছবির তালিকা নেই। বৈঠক শেষে পিয়া সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, “আমরা ছয় মাসের বাংলা সিনে ক্যালেন্ডার বের করছি। জানুয়ারি শেষ। তাই ক্যালেন্ডার শুরু হচ্ছে 14 ফেব্রুয়ারি থেকে। তিনি জানান, 14 ফেব্রুয়ারি আসছে ‘স্টুডিও ব্লটিং পেপার’-এর ছবি ‘মন মানে না’, 21 ফেব্রুয়ারি ক্যামেলিয়ার ছবি, ঈদে জায়গা ফাঁকা। যে কেউ আসতে পারে এই দিনে। 3 এপ্রিল আসছে ‘ক্যামেলিয়া’র ছবি। পয়লা বৈশাখে সুরিন্দর ফিল্মস, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, নন্দী মুভিজের ছবি আসবে। 15 মে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, ক্যামেলিয়া, এন আইডিয়াজ। 29 মে আসছে সুরিন্দর ফিল্মস, উইন্ডোজ, নন্দী মুভিজের ছবি। আপাতত মে মাস পর্যন্ত ছবিমুক্তির দিন স্থির হল। ফের বৈঠক হবে। বাকি মাসের ক্যালেন্ডার তখন ঠিক হবে।” এদিন ঘাটাল মাস্টার প্ল্যান কর্মযজ্ঞের প্রথম ধাপের কাজ সেরে কিছুটা দেরিতে হলেও হাজির হন দেব। কমিটির বৈঠকে এই প্রথমবার একসঙ্গে দেখা গেল দেব আর জিৎকে। একে অপরের সঙ্গে মাতলেন খুনসুটিতে। তবে, বৈঠকের মাঝেই কোনও এক অনুষ্ঠানে যোগ দিতে সবার আগে বেরিয়ে যান তিনি। সাংবাদিকদের দেব বলেন, “আমি আমার কথা জানিয়ে দিয়েছি। আমি আমার সময়েই আসছি সিনেমা নিয়ে। অনেক বড় বড় মাথা আছেন আজকের মিটিং নিয়ে বলার জন্য। ওঁরাই যা বলার বলবেন। আমার ছবির ক্যালেন্ডার বলে দিয়েছি। সেই অনুযায়ীই আসছি।”