গত সপ্তাহেই ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী পবিত্রা জয়রাম। সেই মর্মান্তিক ঘটনার ৫ দিন পরই আত্মহত্যা করলেন টেলি অভিনেতা চন্দ্রকান্ত। সূত্রের খবর, অভিনেতাকে মানিকোন্ডায় তাঁর বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা থেকে জানা গিয়েছে, চন্দুকে তাঁর বাড়ির লোক বারবার ফোন করেছিলেন। কিন্তু সাড়া না পাওয়া তাঁর বাড়ির দরজা ভেঙে ঢোকে। সেখানেই উদ্ধার হয় অভিনেতার নিথর দেহ। পুলিস ঘটনাস্থল থেকে একটি সুইসাইজ নোটও পায়। বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে চন্দু এবং পবিত্ররা সম্পর্কে ছিলেন। উভয় অভিনেতা বিবাহিত ছিলেন এবং তাদের প্রত্যেকের দুটি সন্তান ছিল। কিন্তু তাঁরা উভয়েই তাঁদের পার্টনারের সঙ্গে আলাদা হয়েছিলেন। খুব শীঘ্রই নিজেদের সম্পর্ককে জনসমক্ষে শিলমোহর দেওয়ার পরিকল্পনা করেছিলেন। জানা গিয়েছে, পবিত্রা তাঁদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যেতে চেয়েছিল। চন্দু তাঁর ভ্রমণ থেকে ফিরে আসার জন্য অপেক্ষা করছিলেন। তবে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন পবিত্রা। ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রেমিকার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন চন্দু। কোনও মতেই মেনে নিতে পারেননি পবিত্রার চলে যাওয়ার। শোক সামলাতে না পেরেই অভিনেতা চরম পদক্ষেপ নিয়েছেন বলেই মনে করা হচ্ছে।