মেয়েদের প্রতি বাবাদের এমনিতেই একটু বেশি দুর্বলতা থাকে। তারকা হলেও যিশু সেনগুপ্ত তার ব্যতিক্রম নন। মেয়েদের সুরক্ষার প্রশ্নে কোনও আপস করেন না টলিউডের অভিনেতা। বর্তমান সময়ে তারকাদের মতো তারকা সন্তানদের নিয়েও মানুষের কৌতূহলের অন্ত নেই। তাতে অবশ্য কোনও ক্ষতি নেই। কিন্তু ভালবাসা যখন নৈতিকতার গণ্ডি ছাড়িয়ে যায়, তখনই আপত্তির কারণ থাকে। এমনটাই হয়েছিল যিশু সেনগুপ্তর মেয়ে সারার ক্ষেত্রে। সারার নামে খোলা হয়েছিল ফেক প্রোফাইল। এর বিরুদ্ধেই ব্যবস্থা নিলেন বাবা যিশু। তাঁর অভিযোগের ভিত্তিতেই সোশ্যাল মিডিয়া থেকে সারার সমস্ত ভুয়ো প্রোফাইল ডিলিট করে ফেলা হয়েছে। এর জন্য কলকাতা পুলিশের সাইবার সেলকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন যিশু। টুইটে সারাকে ট্যাগও করেছেন তিনি।