​রাখি সাওয়ান্তের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রতারণার অভিযোগ দায়ের করা হল রাখি সাওয়ান্তের বিরুদ্ধে। শৈলেশ শ্রীবাস্তব নামে দিল্লির এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেন। দিল্লির বিকাশপুরী থানায় রাখি সাওয়ান্ত এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। ৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগেই এফআইআর দায়ের করা হয় তাঁদের বিরুদ্ধে। শৈলেশ শ্রীবাস্তব নামে ওই ব্যক্তির অভিযোগ, ২০১৭ সালে রাখি সাওয়ান্তের ভাই রাকেশ সাওয়ান্ত এবং তাঁর এক বন্ধু রাজ খতরির সঙ্গে পরিচয় হয়। স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিমের জীবন নিয়ে ছবি তৈরি করবেন বলে তাঁরা স্থির করেন। সিনেমার পাশাপাশি দিল্লির বিকাশপুরীতে একটি নাচের সংস্থা খোলা হবে বলেও তাঁরা স্থির করেন। তাঁদের ওই সংস্থায় রাখি সাওয়ান্তও থাকবেন বলে শৈলেশ শ্রীবাস্তবকে কথা দেন রাজ খতরিরা। পাশাপাশি ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী শৈলেশ শ্রীবাস্তবের কাছ থেকে রাখির ভাই এবং রাজ ৬ লক্ষ টাকা ধার করেন। ব্যবসা করে শৈলেশ শ্রীবাস্তবকে ৭ লক্ষ টাকা তাঁরা ফেরৎ দেবেন বলেও জানানো হয়। অভিযোগ, কথা দেওয়ার পর টাকা নিয়ে চম্পট দেন রাকেশ সাওয়ান্ত এবং রাজ খতরি। ওই ঘটনার পর থেকে শৈলেশ শ্রীবাস্তব একাধিকবার রাখি সাওয়ান্তের ভাই এবং রাজ খতরিকে ফোন করেন অর্থ ফেরতের জন্য। কিন্তু রাখির ভাই এবং তাঁর বন্ধুর তরফে। কোনও উত্তর আসেনা। এরপরই ওই ৩ জনের বিরুদ্ধে শৈলেশ শ্রীবাস্তব এফআইআর দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *