টলিউডে এই প্রথম, ছোটদের জন্য এআই ছবি তৈরি করছেন পরিচালক শিবাজী দত্ত। ছবির নাম “‘খেলাঘর বাঁধতে লেগেছি”! বলাবাহুল্য, বাংলা সিনেমার জগতে নজির গড়তে চলেছেন তিনি। বাস্তবতা যেখানে শেষ , সেখান থেকেই কল্পনার আশ্রয় শুরু। এক শিশু যখন তার বাবা-মাকে নিজের কাছে পায় না, নিজের আপন কোনও বন্ধু যখন তার থাকে না, তখন সে আশ্রয় নেয় এক কাল্পনিক বন্ধুর। ‘খেলাঘর’ গল্পে তারই এক বাস্তব চিত্র ফুটে উঠবে। গল্পের মূল চারজন চরিত্র হলেন, প্রবোধচন্দ্র (বয়স ৭০), তার ছেলে অমিতাভ (বয়স ৪০), অমিতাভের স্ত্রী হেম (বয়স ৩৭), ও অমিতাভের দুই ছেলে মেঘ আর বিদ্যুৎ। প্রবোধচন্দ্র মুখোপাধ্যায়, “ক্ষীরোদাসুন্দরী সুইটস্” এর প্রতিষ্ঠাতা, এখন কাজ থেকে অবসর নিয়েছেন। দুই নাতির প্রতি বিরাট স্নেহ। তিনি চান তার ছেলে ও বৌমা তার এবং নাতির সঙ্গে সময় কাটাক, কিন্তু ছেলে ও বৌমা সেক্ষেত্রে উদাসীন। বড় নাতি মেঘ তার বাবা-মাকে একদম কাছে পায় না। সে সাহায্য নেয় এক কাল্পনিক বন্ধুর, যে একটি এ.আই অ্যাপ। মায়ের কিনে দেওয়া আইফোন -ই হয়ে ওঠে মেঘের বন্ধু। তার কাল্পনিক ‘খেলাঘর” ! এভাবেই এগিয়েছে ছবির গল্প। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, পার্থসারথি দেব, জয় সেনগুপ্ত, বাসবদত্তা চ্যাটার্জী, প্লাবন দেব, ধ্রুব মুখার্জী, সকৃত মুখার্জী, শ্রীজা ভট্টাচার্য, প্রফেসর রঞ্জন দাস, সুজয় সান্যাল, হৃক্থি মুখার্জী, সুমন বসু, প্রীতম দাশগুপ্ত ও আল্পনা মজুমদার সাহা। ছবিতে সংগীত পরিচালনা করেছেন প্রীতম দেবনাথ। ‘খেলাঘর বাঁধতে লেগেছি’-র মে মাসে মুক্তি পেতে চলেছে।