আজ সকালেই চলে গিয়েছেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখার্জী। তাঁর মৃত্যুতে সোকের ছায়া নেমে এসছে বাংলা চলচ্চিত্র জগতে। অভিনেতার আকষ্মিক মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে যান শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ, শংকর চক্রবর্তীরা। মনু মুখোপাধ্যায়ের প্রয়াণে মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশ করেছেন বাংলা চলচ্চিত্র জগতের তারকারা। প্রবীণ অভিনেতার প্রয়াণে আর্টিস্ট ফোরামের তরফে শোকবার্তা জানানো হয়েছে। জানা যাচ্ছে, আজই (রবিবার, ৬ ডিসেম্বর) কেওড়াতলা শশ্মানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। আর্টিস্ট ফোরামের তরফেই শেষকৃত্যর তদারকি করা হয়। রবিবার তাঁর শেষযাত্রায় অংশ নেন গুণমুগ্ধরা।