গতকাল ছিল দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়-এর বিয়ের রিসেপশন পার্টি। অভিনেত্রী দেবলীনা কুমারের বাবা এবং মা অর্থাত দেবাশিস কুমার এনং দেবযানী কুমারের উদ্যোগেই এই পার্টির আয়োজন করা হয়। এদিন গৌরবকে দেখা শ্যুট-বুটে স্মার্ট লুকা। অন্যদিকে, এক্কেবারে অন্যরকম সাজে দেখা যায় দেবলীনাকে। সাদা রঙের গাউন পরে পার্টিতে হাজির হন নব-বধূ। বিয়ের দিনে সেভাবে কাউকে নিমন্ত্রণ না করলেও, রিসেপশন পার্টিতে নিমন্ত্রিত ছিলেন টলিপাড়ার তারকারা। বাইপাসের ধারে পি সি চন্দ্র গার্ডেন এদিন সেজে ওঠে হাজার আলোয়। ব্যাকগ্রাউন্ডে ক্লাসিক হিন্দি গান। খুশিতে উজ্জ্বল চারদিক। যেন চাঁদের হাট সেখানে। হবে নাই বা কেন। গৌরব-দেবলীনার রিসেপশন বলে কথা! শুধু রিসেপশন বলাও আসলে ভুল। ফের বিয়ে হল তাঁদের। তবে খ্রিস্টান মতে। ফাদার এসে আশীর্বাদ করেন নবদম্পতিকে। নিয়ম মেনে কাটা হয়েছে কেকও। পার্টিতে হাজির ছিলেন সুরজিত্ চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মানালি দে, অভিমন্যু মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, রাহুল বন্দ্যোপাধায়, সন্দীপ্তা সেন, তনুশ্রী চক্রবর্তী, রসিদ খান, ওম সাহানি, অলকানন্দা রায়ের মতো টলিপাড়ার চেনা মুখেরা। টলিউডের এই হেভিওয়েট রিসেপশনে খাওয়াদাওয়ার আয়োজনও ছিল এলাহি। খ্রিস্টান মতে বিয়ে হওয়ায় মেনুও ছিল কন্টিনেন্টাল। ফিস আলাকিভ, রকমারি ব্রেড, চিকেন রোস্ট থেকে শুরু করে মিট লোফ, তালিকা থেকে বাদ পড়েনি কিছুই। শেষ পাতে মিষ্টি মুখের জন্য ছিল ব্রাউনি সহযোগে ভ্যানিলা আইসক্রিম এবং অরেঞ্জ মুজ। দেখা নেওয়া যাক গৌরব-দেবলীনার রিসেপশন পার্টির কিছু ঝলক-











