৯ ডিসেম্বর বৈদিক মতে বিয়ে করেছেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। বিয়ের পর নিয়ম মেনে হয়ে গিয়েছে বউভাত ফুলশয্যা। রীতি মেনে ফুলের সাজে সেজেছিলেন নব দম্পতি। সঙ্গে পড়েছিলেন লালা পোশাক। নিজের ইনস্টাগ্রামে ফুলশয্যার ছবিও শেয়ার করেন দেবলীনা। সেখানে দেখা যায় বাড়ির মেঝেতে একে অপরকে হাতে হাত দিয়ে জড়িয়ে বসে আছেন গৌরব-দেবলীনা। আর দেবলীনাকে চুমু ছুঁড়ে দিচ্ছেন গৌরব। দেবলীনার মাথায় ফুলের সাজ। খুব সুন্দর লাগছে তাঁদের দুজনকেই। এই ছবি শেয়ার করে তিনি লেখেন, “মোরা দুজনা…”। বিয়ের যাবতীয় অনুষ্ঠান শেষ করে এবার পালা সঙ্গীত এবং রিসেপশনের। প্ল্যান মতোই সঙ্গীতের অনুষ্ঠানও হয়। সঙ্গীত সন্ধ্যায় নিজেদের একটি ছবিও শেয়ার করেন দেবলীনা। ক্যাপশনে লেখেন, ‘ঢিনচ্যাক নাইট, আমরা এটাকে সঙ্গীত নাইটও বলতে পারি।’