দেখতে দেখেতে ৪৯টা বসন্ত পার করলেন গৌরী খান। আজ গৌরী খানের ৫০তম জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানালেন তাঁর ভক্তরা। সকাল থেকেই টুইটারে তাঁকে বিভিন্ন বার্তা পাঠাচ্ছেন নেটদুনিয়ার মানুষ। পাশাপাশি বলিউড বাদশার সঙ্গেও গৌরী খানের ছবি শেয়ার করেছেন অনেকেই। শূন্য থেকে শুরু করে আজ দেশের মধ্যে অন্যতম সফল মহিলা উদ্যোগপতি তিনি । বলিউডের ফার্স্ট লেডি । তিন সন্তানের গর্বিত মা । তিন দশক সফলভাবে কাটিয়ে দিলেন বি-টাউনের বাদশাহের সংসারে । তাঁর ‘মন্নত’-এর রাজরানি হয়ে । ১৯৯১ সালে ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ-গৌরি । তাঁদের প্রেম যেন কোনও বলিউড সিনেমার থেকে কম কিছু নয় । আরিয়ান, সুহানা আর আব্রামকে নিয়ে এখন তাঁদের সুখের সংসার । অন্যদিকে, নিজের ডিজাইনিং স্টুডিও নিয়ে ব্যস্ত গৌরিও । সম্প্রতি ‘মাই লাইফ ইন ডিজাইন’ নামে একটি বইও লিখেছেন তিনি । গৌরি এখন দেশের প্রথম সারির মহিলা উদ্যোগপতিদের একজন । তবে এর মধ্যেও তাঁর ঔজ্জ্বল্য এখনও চোখ ধাঁধায় সাধারণ মানুষের।