প্রয়াত গজল সম্রাট পঙ্কজ উধাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মেয়ে নয়াব উদাস সোশ্যাল মিডিয়ায় জানালেন সেই শোক সংবাদ। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সোমবার না ফেরার দেশে পাড়ি দিলেন পঙ্কজ। পঙ্কজ উধাসের জন্ম ১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেতপুরে। ১৯৮০ সালে প্রকাশিত হয় তাঁর নয়া গজল অ্যালবাম। ‘আহাট’ নামে অ্যালবাম প্রকাশ করে তিনি তাঁর সংগীতজীবন শুরু করেন। কালক্রমে তিনি ভারতে হয়ে ওঠেন গজল সংগীতের সমার্থক। বলিউডে সঞ্জয় দত্তের ‘নাম’ ছবির জন্য বিখ্যাত ‘চিঠি আয়ি হ্যায়’ গানটি গেয়ে তিনি পৌঁছে যান জনপ্রিয়তা শীর্ষে।