আজ আদিত্য রয় কাপুরের জন্মদিন। ৩৫-এ পা দিলেন অভিনেতা। জন্মদিনের সকালেই আদিত্য-র ভক্তদের জন্য এল সুখবর। চিত্রপরিচালক আহমেদ খান আদিত্য রয় কাপুরের পরিবির্তী ছবির ঘোষণা করেন আজ। ছবির নাম ‘ওমঃ দ্যা ব্যাটল’। কপিল ভর্মা ছবিটি পরিচালনা করবেন। আগামী মাস থেকেই এই ছবির শ্যুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে। ‘আশিকি ২’ সিনেমাতে তাঁর মুখ্য চরিত্রে অভিনয় সকলের মন জয় করেছিল আদিত্য রয় কাপুর। অভিনেতার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে তারকা থেকে শুরু করে সমস্ত সাধারণ মানুষ। টুইটার ট্রেন্ডিয়ের শীর্ষে রয়েছে হ্যাশট্যাগ আদিত্য রয় কাপুর।