ইতিহাস রচনা হতে চলেছে বিশ্বের অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোবের মঞ্চে। ৩৭ বছর পর গোল্ডেন গ্লোব উঠতে চলেছে কোনও মহিলা পরিচালকের হাতে! এই প্রথমবার সেই মঞ্চে সেরা পরিচালকের মনোনয়নে জায়গা করে নিয়েছেন তিন মহিলা পরিচালক। মোট পাঁচ পরিচালকের নমিনেশন-তালিকায় থাকা তিন মহিলা পরিচালক হলেন রেজিনা কিং, ক্লো জাও এবং এমেরাল্ড ফেনেল। দুই পুরুষ পরিচালক হলেন ডেভিড ফিঞ্চার এবং অ্যারন সরকিন। চমক আছে আরও। ক্লো জাও-ই হলেন গোল্ডেন গ্লোবস-এর মঞ্চে এশিয়া মহাদেশ থেকে মনোনীত সর্বপ্রথম মহিলা পরিচালক। রেজিনার পরিচালিত ছবি ‘ওয়ান নাইট ইন মায়ামি’-র জন্য মনোনীত হয়েছেন তিনি। ক্লো মনোনয়ন পেয়েছেন তাঁর ছবি ‘নো ম্যাড ল্যান্ড’-এর জন্য। অপর মহিলা পরিচালক এমেরাল্ড ফেনেল মনোনয়ন পেয়েছেন তাঁর ছবি ‘প্রমিসিং ইয়ং ওম্যান’-এর জন্য। শুধু যে পরিচালকের ক্যাটিগরিতেই চমক এসেছে তা নয়, সঞ্চালকের ভূমিকাতেও দেখা যেতে চলেছে বেশ কয়েকজন জনপ্রিয় এবং বিশ্বমানের অভিনেত্রীকে। সেখানেও মহিলা আধিপত্য। সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কৌতুক অভিনেত্রী অওকওয়াফিনাকে। এ ছাড়াও ঘোষকের দায়িত্ব সামলাতে চলেছেন সিন্থিয়া এরিভো। থাকছেন রেনে জেলওয়েগারও। থাকবেন ক্রিস্টান উইগ এবং অ্যানি মুমোলোও। সব মিলিয়ে গোটা বিশ্ব এখন তাকিয়ে ফেব্রুয়ারির শেষ দিনের দিকে।