আজ (২ এপ্রিল) থেকেই শুরু হয়ে গিয়েছে আসন্ন ছবি ‘গুড বাই’-এর শুটিং। ছবিটি পরিচালনা করছেন বিকাশ বহেল। ছবির মুখ্য চরিত্রে অমিতাভ বচ্চন এবং দক্ষিণের ‘সেনসেশন’ রশ্মিকা মন্দনা। ছবিটি প্রযোজনা করছে একতা কাপুর এবং রিল্যায়েন্স এন্টারটেইনমেন্ট। একতা কাপুর সোশ্যাল মিডিয়ায় ক্ল্যাপস্টিকের ছবিও পোস্ট করেছেন। বোঝাই যাচ্ছে জোরকদমে শুরু হয়েছে শুটিং। ‘গুড বাই’ মূলত ফ্যামিলি ড্রামা। একতা কাপুর জানিয়েছেন এই ছবি দেখে অনেক পরিবারই নিজেদের পরিবারের গল্প খুঁজে পাবেন। ছবির বেশির ভাগ অংশের শুট হবে চণ্ডীগড় এবং হরিদ্বারে। কিছুটা অংশ মুম্বইতে। মুম্বইয়ের ফিল্মসিটিতেই শুরু হল ছবির শুটিং। প্রায় এক মাস চলবে প্রথম অংশের শুটিং। এরপর গোটা টিম উড়ে যাবে চণ্ডীগড়ে। তারপর হরিদ্বারে। গতকাল (১ এপ্রিল) ছবির মহরত হয়েছে। আজ থেকে ছবির শুটিং শুরু। তবে অমিতাভ বচ্চন শুটিং শুরু করবেন ৪ এপ্রিল থেকে।