আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আর তারপরেই এক হয়ে যাবেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। বিয়ের আগে এবার দেবলীনার সঙ্গে গৌরবের ভালবাসায় ভরপুর একটি ছবি প্রকাশ্যে এল। নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে সেই ছবি শেয়ার করেন গৌরব। এদিকে বিয়ের আগে দেবলীনাও নতুন একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে ‘বড় লোকের বিটি লো’-র ধুনে নাচতে দেখা যায় অভিনেত্রীকে। দেবলীনার ওই নাচ দেখে তাঁর ভক্তরা উচ্ছ্বসিত। ফলে প্রশংসায় ভরে ওঠে দেবলীনার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। দেবলীনা-গৌরবের বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে উঠলেও, তারকা জুটি কোনও মন্তব্য করেননি। তবে দুই বাড়ির তরফেই যে বিয়ের সব তোড়জোড় শুরু হয়ে গিয়েছে তা বেশ স্পষ্ট। মহানায়কের বাড়ির বিয়ের অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে পেজ থ্রির পাতায়।