রাজধানীর পাশাপাশি গোটা দেশ জুড়ে আজ পালন করা হচ্ছে ৭২তম প্রজাতন্ত্র দিবস। এই প্রথম প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে এক্কেবারে অন্যরকমভাবে। করোনা মহামারীর জেরে এবার অন্যরকম প্রজাতন্ত্র দিবস পালন করছে গোটা দেশ। পাশাপাশি করোনা নিয়মবিধি মেনে এবার দিল্লির প্যারেডের সময় তেমন কোনও অতিথিকে হাজির হতে দেখা যায়নি। প্রজাতন্ত্র দিবসে সাধারণ মানুষের পাশাপাশি বলিউড তারকারাও টুইট করেন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে কঙ্গনা রানাউত, প্রিয়াঙ্কা চোপড়া, প্রত্যেকে ট্য়ুইট করে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান।