আজ কোভিডের ভ্যাকসিন নিলেন বলিউড অভিনেত্রী এবং ভারতীয় জনতা পার্টির সাংসদ হেমা মালিনী। মুম্বইয়ের কুপার হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিলেন তিনি। টুইটার হ্যান্ডেলে নিজের ভ্যাকসিন নেওয়ার সময় তোলা ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ কুপার হাসপাতালে, আমি জনসাধারণের সঙ্গে কোভিড ভ্যাকসিন নিয়েছি।’ পরনে কালো রঙের এক টপ। মুখে টপের রঙের সঙ্গে মানানসই মাস্ক। ছবিতে দেখা যাচ্ছে একজন স্বাস্থ্যকর্মী অভিনেত্রীকে ভ্যাকসিন দিচ্ছেন। গতকাল অর্থাৎ ৫ মার্চ, বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের কোভিড ভ্যাক্সিন সেন্টারের সামনে দেখা গিয়েছিল অভিনেতাকে। সইফ আলি খান নিলেন করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ। টিকা নেওয়ার পরে, পাপারাৎজিদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজও দিলেন অভিনেতা। শুধু সইফ অথবা হেমা মালিনী নন। হৃত্বিক রোশনের মা-বাবা রাকেশ রোশন ও পিঙ্কি রোশনও নিয়েছেন কোভিড ভ্যাকসিন।