কলকাতায় এলেন বাংলাদেশের অন্যতম বিতর্কিত ইউটিউবার, অভিনেতা হিরো আলম। দুটি সিনেমার শ্যুটিং করতেই কলকাতায় এসছেন তিনি। ছবি দুটির নাম ‘নীলে গেম’ও ‘মিয়া ভাই’। ছবি দুটি পরিচালনা করছেন জামাল উদ্দিন। গত ৮ মার্চ থেকে ‘নীলে গেম’ সিনেমার শুটিং করছেন আলম। এতে হিরো আলমের সহশিল্পী টলিউডের অভিনেত্রী অনামিকা সাহা। পাশাপাশি টলিউডের আরও অনেক অভিনেত্রীই কাজ করবেন দুটি সিনেমাতেই, জানালেন আলম।