ফের বিয়ে করলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ, ক্ষোভ উগড়ে দিলেন প্রথম স্ত্রী অনিন্দিতা

জল্পনাই সত্যি হল। দ্বিতীয়বার বিয়ে করলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। বারাণসীর ঘাটে তিনি বিয়ে সেরেছেন। পাত্রী, মডেল তথা অভিনেত্রী হৃতিকা গিরি। বিয়ের মুহূর্তের একাধিক ছবি হিরণ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি, এখনও তাঁদের বিচ্ছেদ হয়নি। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে অশান্তি। অনিন্দিতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “আমাদের ডিভোর্সই হয়নি এখনও, তাই হিরণের এই বিয়ে তো বেআইনি। 2000 সালের 11 ডিসেম্বর বিয়ে হয়েছিল আমাদের। গত বছরে আমাদের বিয়ের 25 বছর পূর্ণ হয়। আমাদের 19 বছরের মেয়ে রয়েছে। আইনি বিচ্ছেদের কোনও প্রক্রিয়াও শুরু হয়নি। অনেক দিন ধরেই আমার ও আমার মেয়ের উপর অত্যাচার চলছিল। কিন্তু শুধুমাত্র আমার মেয়ের মুখ চেয়ে এবং পরিবারের সম্মান বাঁচাতে এত দিন চুপ ছিলাম। সবাই তো ভাবেন মারধর করা মানেই অত্যাচার। কিন্তু আমি আর মেয়ে যে কী মানসিক অত্যাচারের শিকার, তা বলে বোঝাতে পারব না। এর মধ্যেও আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছি। ইতিবাচক পরিবেশের মধ্যে নিজেকে বেষ্টিত রাখতে চাইতাম। তাই নিজের ব্যবসাও শুরু করি। আগে আমি ‘বিশ্ববাংলা’-য় কাজ করতাম। তার পরে ছেড়ে দিয়ে নিজের ক্যাফে এবং শাড়ির ব্যবসা শুরু করেছি। এ সব নিয়েই থাকি আমি।” প্রথমে একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করার পর তা আধঘন্টা পর ডিলিট করে ফের আবার শেয়ার করেন হিরণ ৷ ক্যাপশনে হিরণ লেখেন, “নমহ পাবর্তী পতায়ে, হর হর মহাদেব️” ৷ এরপর তিনি লাল রঙের ভালোবাসার ইমোজি ব্যবহার করেন ৷ বিয়ের ছবি হিরণ শেয়ার করেছিলেন তা দেখে অনুরাগীরা অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন ৷ কিন্তু আচমকাই ছবি ডিলিট করায় অবাক হন অনেকেই ৷ যদিও কিছু পরে তা আবারও শেয়ার করেন ৷ বারাণসীর ঘাটে মালাবদল থেকে শুরু করে সিঁদুর দান, আগুনকে সাক্ষী রেখে সাত পাকে ঘোরা, একে অপরের হাতে হাত রেখে ছবি, সবমিলিয়ে প্রায় 10টির মতো ছবি শেয়ার করেন অভিনেতা ৷ পাশাপাশি হিরণ তাঁর ইন্সটা স্টোরিতেও রীতিকার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ৷ সেই ছবিতে দেখা গিয়েছে, একটি বড় কেকের সামনে হাসি মুখে হিরণের পাশে দাঁড়িয়ে রীতিকা ৷ তাঁর পরনে গোলাপী রঙের শাড়ি ৷ এই ছবির সঙ্গে হিরণ গান ব্যবহার করেছেন ‘তুম হো তো…’ ৷