একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ নিয়ে প্রস্তুত হইচই

নতুন বছরের শুরুতেই একগুচ্ছ নতুন ওয়েব সিরিজের খবর দিল হইচই। 12টি ওয়েব সিরিজ আসবে সারা বছর জুড়ে। এর মধ্যে 6টি নতুন আর ছয়টি ফ্রাঞ্চাইজির। এ বছরও মার্ডার মিস্ট্রি থেকে থ্রিলার সব থাকবে দর্শকের মনোরঞ্জনের জন্য। ইতিমধ্যেই স্ট্রিমিং শুরু হয়ে গিয়েছে অয়ন চক্রবর্তী পরিচালিত ‘কালরাত্রি 2’র। মুখ্য অভিনয়ে সৌমিতৃষা কুণ্ডু। 23 জানুয়ারি থেকে স্ট্রিমিং হবে ‘নিকষ ছায়া 2’। পরিচালক সায়ন্তন ঘোষাল। মুখ্য অভিনয়ে চিরঞ্জিত চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু। আসছে দেবালয় ভট্টাচার্যর ‘মন্টু পাইলট 3’। নতুন চমক নিয়ে অভিনয়ে সৌরভ দাস, শোলাঙ্কি রায়। তালিকায় রয়েছে জয়দীপ মুখোপাধ্যায়ের ‘একেন বাবু’। মুখ্য অভিনয়ে অনির্বাণ চক্রবর্তী। এবারে অভিনয় করতে দেখা যাবে দেবপ্রতীম দাশগুপ্তকেও। ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ 3’ আছে পাইপ লাইনে। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় মুখ্য অভিনয়ে ঋত্বিক চক্রবর্তী। আসবে নির্ঝর মিত্রর ‘বীরাঙ্গনা 2’। অভিনয়ে সন্দীপ্তা সেন। এগুলি ছাড়াও আছে কিছু নতুন সিরিজের খবর। কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘আদালত ও একটি মেয়ে’। মুখ্য অভিনয়ে কৌশানী মুখোপাধ্যায়। অয়ন চক্রবর্তীর ‘ঠাকুমার ঝুলি’। অভিনয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এর মাধ্যমেই ওয়েবে ডেবিউ করবেন শ্রাবন্তী। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘রক্তফলক’। মুখ্য অভিনয়ে শাশ্বত চট্টোপাধ্যায়। নির্ঝর মিত্রর পরিচালনায় ‘কুইন্স’। মুখ্য অভিনয়ে মিমি চক্রবর্তী। ‘গোয়েন্দা আদিত্য মজুমদার’-এর পরিচালনায় অমিত সেন। মুখ্য অভিনয়ে পরমব্রত চট্টোপাধ্যায়। অদিতি রায়ের পরিচালনায় ‘কুহেলি’। অভিনয়ে ঋদ্ধিমা।ঘোষ, সুস্মিতা দে, অঙ্গনা রায় প্রমুখ।