২০১৯ সালে মুক্তি পেয়েছিল আমেরিকান রম-কম অ্যান্থলজি সিরিজ ‘মডার্ন লাভ’। সিরিজটি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। সিরিজটি বেশ জনপ্রিয়তা পাওয়ার পর, এসেছিল সিরিজটির দ্বিতীয় সিজন। প্ল্যাটফর্মটি এবার ভারতীয় দর্শকদের নিয়ে আসছে এই অ্যান্থলজি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ‘মডার্ন লাভ’-এর হিন্দি অ্যাডাপ্টেশনের কাজ। দেশের নানা শহরকে ঘিরেই লেখা হয়েছে ভারতীয় ভার্শনের কাহিনী। এই সিরিজের বিভিন্ন গল্পে অভিনয় করতে দেখা যাবে প্রতীক গান্ধী, ফতিমা সানা শেখ, ওয়ামিকা গাব্বির-কে। পরিচালনার দায়িত্বে থাকছে বিশাল ভরদ্বাজ, হনসল মেহতা, অলংকৃতা শ্রীবাস্তব, অঞ্জলি মেনন, সোনালি বসু, ধ্রুব সেহগলের মতো পরিচালকেরা। প্রজেক্টটির কাজ শুরু হয়ে গেছে গত বছর। তবে এবছরের মধ্যেই এটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।