গ্ল্যামার মেক-আপ ছেড়ে একেবারে ভূতের চরিত্রে দেখা দিলেন জাহ্নবী কাপুর। আপকামিং ছবি ‘রুহি’-তে ভূতের চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। মুক্তি পেল ছবির ট্রেলার। সেখানে ভূত জাহ্নবীর প্রেমে পড়েছে তোতলা রাজকুমার রাও। ভূতকে শান্ত করার একমাত্র উপায় তাকে বিয়ে করা। বেজায় ঝামেলায় রাজকুমার। তবে শুধু রাজকুমার নন, তার এক দোসর এবং প্রতিদ্বন্দ্বীও রয়েছে। তিনি হলেন বরুণ শর্মা। রাজকুমারের সঙ্গে তাল মিলিয়ে কমেডি অ্যাক্টিং করেছেন বরুণ। তিনিও জাহ্নবীর প্রেমে পড়েছেন। ভূতুড়ে ত্রিকোণ প্রেমে জমে উঠতে চলেছে হরর কমেডি ‘রুহি’। ছবির প্রযোজনায় ম্যাডক ফিল্মস।