হঠাৎই অসুস্থতার খবর জানালেন হৃত্বিক রোশন। বুধবার অভিনেতা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, কোমরে বেল্ট এবং ক্রাচ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টের ক্যাপশনে হৃত্বিক লিখেছেন, আপনাদের মধ্যে কতজনকে ক্রাচ বা হুইলচেয়ারে ব্যবহার করতে হয়েছে? আপনার কাছে সেই অনুভবটা কীরকম? সোশ্যাল মিডিয়া পোস্টে হৃত্বিকের এই অবস্থা কী করে হল সেটা নিজেই জানিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, দিন কয়েক আগে পেশিতে টান লেগেছিল তাঁর। সেই থেকেই হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে। তবে এই অবস্থাতে মোটেই ভেঙে পড়েননি অভিনেতা। কঠিন এই পরিস্থিতিতে দাদুর কথা মনে করে কথা করেছেন। তবে অভিনেতার দাদুর যখন চোট লেগেছিল তিনি মনের জোরের উপর ভরসা রেখে হুইলচেয়ার নিতে নারাজ হলেও হৃত্বিক ক্রাচ ব্যবহার করবেন না, এমনটা নয়। বরং সুস্থ হয়ে উঠতে ক্রাচই এখন প্রধান অবলম্বনভরসা অভিনেতার। তিনি আরও বলেছেন, আমার দাদু একবার আহত হয়ে হুইলচেয়ার ব্যবহার করতে চাননি। তিনি জানিয়ে ছিলেন এতে তাঁর ইমেজ নষ্ট হবে। সেই সময় দাদুর ওই কথার অর্থ বুঝিনি। এখন বুঝতে পারছি। ইমেজ ঠিক রাখতে আমরা নিজের ব্যথা, যন্ত্রণা, বলা ভালো আসল জীবনকে আড়ালে রেখে দিই। কথাতেই আছে পুরুষদের ব্যথা লাগে না। সেই ইমেজ ঠিক রাখতেই আমাদের ব্যথা লুকিয়ে রাখার প্রচেষ্টা।