নতুন বছরে নতুন ইমনের আত্মপ্রকাশ ঘটবে

গায়িকা হিসেবে আগেই সকলের মন জয় করেছেন ইমন চক্রবর্তী। জাতীয় পুরস্কারও পেয়েছেন। এবার একেবারে অন্য রূপে তাঁকে দেখা যাবে। ইমন এবার শুধু গান গাইবেন না, তিনি নৃত্যের ছন্দে পা-ও মেলাবেন। এই পয়লা বৈশাখে নৃত্যশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করছেন গায়িকা ইমন চক্রবর্তী। এই পয়লা বৈশাখে মুক্তি পেতে চলেছে ইমনের নতুন মিউজিক ভিডিয়ো ‘সৃজনে ছন্দে’। নজরুলগীতির সম্ভার নিয়ে তিনি আসছেন। শুধু গানের ডালি নয়, গানের সঙ্গে নৃত্যের তালে তালে পা মেলাবেন তিনি। ‘সৃজনে ছন্দে’ মিউজিক ভিডিওটির সঙ্গীত আয়োজকের ভূমিকায় আছেন সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ। ইমন-নীলাঞ্জন আবার টি-টাউনের জনপ্রিয় কাপল। সদ্যই তাঁরা বিয়ে করেছেন। গোটা ভিডিওটি পরিচালনা করেছেন দেবর্ষি সরকার। এই পয়লা বৈশাখেই ইমনের নিজস্ব ইউ টিউব চ্যানেলে এই মিউজিক ভিডিওটি রিলিজ করবে। নতুন বছরে নতুন ইমন আত্মপ্রকাশ করবেন সেদিন। অপেক্ষায় ইমনের ফ্যানরা। ইমন যখনই কিছু করেন গুছিয়ে করেন। এই মিউজিক ভিডিওর জন্য তিনি বেশ কয়েকদিন ওড়িশি নৃত্যের তালিম নিয়েছেন। ইমন বলেন, “এই অ্যালবামটার জন্যই আমি কিছুদিন ওড়িশি নাচের তালিম নিয়েছিলাম। এরপর নিলয় সেনগুপ্ত গোটা অ্যালবামটার কোরিওগ্রাফি করে। আমরা খুব মজা করে শুট করেছি। প্রথম প্রথম একটু টেনশনে ছিলাম, শুটিং করার পর আর অতটা টেনশনে নেই। আশা করি লোকের ভাল লাগবে।”

https://www.instagram.com/p/CNYDY80ALbX/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *