নারীদিবসের দিনই মুক্তি পেতে চলেছে নারীকেন্দ্রীক দুই সিরিজ

একদিকে নেটফ্লিক্সের ‘বম্বে বেগম’ অন্যদিকে এএলটি বালাজির ‘দ্য ম্যারেড ওম্যান’- নারীদিবসে জোর টক্করে নামতে চলেছে এই দুই ওয়েব সিরিজ। গল্পের বিষয়বস্তুতে রয়েছে মিল। দুই সিরিজের পরিচালকের আসনে মহিলা প্রাধান্য। মিল রয়েছে কাস্টিংয়েও। তা সত্ত্বেও তারিখের পরিবর্তন নয়। নারীকেন্দ্রিক প্লট হওয়ার কারণে নারীদিবসের দিনই মুক্তি পেতে চলেছে ওই দুই সিরিজ। বম্বে বেগমে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে মহেশ ভাট কন্যা পূজা ভাট। প্রায় ১৯ বছর পর ‘বম্বে বেগম’-এ একসঙ্গে অভিনয় করতে চলেছেন রাহুল বোস এবং পূজা ভাট। এ ছাড়াও দেখা যাবে সাহানা গোস্বামী, অম্রুতা সুভাষ সহ নামজাদা চরিত্রাভিনেতাদের। পরিচালনার দায়িত্বে রয়েছেন অলঙ্কৃতা শ্রীবাস্তব। বম্বের বুকে পাঁচ মহিলার বেঁচে থাকার কাহিনী নিয়েই সিরিজ বম্বে বেগম। মাঝপথে এসে মেশে সমপ্রেম, হিংসা, রহস্য। অন্যদিকে ‘দ্য ম্যারেড ওম্যান’-এ দেখা যাবে ঋদ্ধি ডোগরা এবং মনিকা ডোগরাকে। এই সিরিজের বিষয়বস্তুও সমপ্রেম। এও সিরিজটি পরিচালনা করেছেন দীপা মেহেতা। সমপ্রেম এই দুই সিরিজের অন্যতম বিষয়বস্তু হলেও আরও মিল রয়েছে। ওই দুই সিরিজেই অভিনয় করছেন নাসিরুদ্দিন শাহ’র ছেলে ইমাদ। সব মিলিয়ে চড়ছে উত্তেজনার পারদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *