পরিচালক রাজা কৃষ্ণ মেনন-এর পরবর্তী ছবি ‘পিপা’-তে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ইশান খাট্টার ও ম্রুনাল ঠাকুর। ‘দা বার্নিং ক্যাফিজ’-এর গল্প অবলম্বনে তৈরি করা হচ্ছে ছবিটি। ১৯৭১ সালের যুদ্ধকে কেন্দ্র ছবির প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। ইশান ও ম্রুনালের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে সোনি রাজদান ও প্রিয়াংশু পেনইউলিকে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন রনি স্ক্রুওয়ালা ও সিদ্ধার্থ রয় কাপুর।