ফেডারেশন অফ ইন্ডিয়া অস্কারের দৌড়ে মনোনীত হয়েছিল মালায়ালাম ছবি ‘জাল্লিকাট্টু’। পরিচালক লিজো জোস পেলিসারের পরিচালিত এই ছবি হিন্দি, ওড়িয়া, মারাঠি সহ মোট ২৭টি ছবিকে পিছনে ফেলে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য মনোনীত হয়। কিন্তু শেষ পর্যন্ত অস্কারের দৌড়ে ছিটকে গেল ‘জাল্লিকাট্টু’। অস্কার অ্যাকাডেমি সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম সহ নয়টি বিভাগের শর্টলিস্ট প্রকাশ করেছে। সেখানে ১৫টি সিনেমার তালিকাতে ঠাঁই পায়নি জাল্লিকট্টু। অ্যাকাডেমি জানিয়েছে যে ৯৩টি দেশের চলচ্চিত্র সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য নর্বাচিত হয়েছিল। তার মধ্যে ১৫টি সিনেমা চূড়ান্ত তালিকায় উঠে এসছে। ৯৩তম অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনয়নের ঘোষণা ১৫ মার্চ করা হবে।