সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ছবি ‘জাওয়ান’। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই ছবি। তৈরি করছে নতুন রেকর্ড। তবে ছবি মুক্তির কয়েক মাস আগে থেকেই ছবি ঘিরে যে উন্মাদনা দেখা গিয়েছিল দর্শক ও অনুরাগীদের মধ্যে। প্রথম সপ্তাহান্তে ৫০০ কোটির ক্লাবে পা রেখেছে শাহরুখের ছবি ‘জাওয়ান’। শাহরুখ খানের এই ছবি এবছরের তৃতীয় ছবি যেটি ৩০০ কোটি অতিক্রম করল। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু ভাষাতেও বেশ উপার্জন করছে ‘জাওয়ান’ ছবিটি। তবে এই ছবি মুক্তির আগেই দর্শকদের উন্মাদনা দেখে আঁচ করা গিয়েছিল তার বক্স অফিস সাফল্য।
উল্লেখ্য, এই ছবি শুরুতেই পাঠান-র রেকর্ডও ভেঙে দেয়। বিশ্ব জুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটির ব্যবসা করেছিল ওই ছবি।