মুক্তি পাচ্ছে বাংলায় প্রথম থ্রি-ডি ছবি ‘অলাতচক্র’

হিন্দি বা ইংরেজিতে থ্রি-ডি ছবি দেখার অভিজ্ঞতা দর্শকের রয়েছে। এবার বাংলাতেও মিলবে সেই সুযোগ। জয়া এহসান অভিনীত ‘অলাতচক্র’ বাংলার প্রথম থ্রি-ডি ছবি। ছবির টিজার শেয়ার করে মুক্তির দিন জানালেন স্বয়ং অভিনেত্রী। ছবির নাম ‘অলাতচক্র’। বাংলাদেশের অগ্রণী লেখক আহমদ ছফা রচিত একটি ফিকশনাল বায়োগ্রাফি ‘অলাতচক্র’। কাত্তরের মুক্তিযুদ্ধের উপর রচিত শ্রেষ্ঠ উপন্যাসগুলির অন্যতম এটি। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৫ সালে সাপ্তাহিক নিপুণ পত্রিকার ঈদ সংখ্যায়। পরবর্তীতে ১৯৯৩ সালে মুক্তধারা থেকে পরিমার্জিত রূপে উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। বাংলাদেশ থেকে জয়া বললেন, “এই ছবিটা অন্য রকমের। বাংলার প্রথম থ্রিডি ছবি। ছবিটা মুক্তিযুদ্ধের উপর। মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি এই বছরই। সেটা মাথায় রেখেই আগামী ১৯ মার্চ ছবিটা রিলিজ করছে। আমার চরিত্রের নাম তায়েবা। কলকাতায় শরণার্থী শিবির যখন ছিল, তখনকার গল্প। এই মেয়েটি সেখানে থাকে। আর্ট হাউজ ঘরানার ছবি। চরিত্রটি সেই অর্থে শক্তিশালী। অনেকদিন বাদে আমার ছবি ঢাকায় রিলিজ করছে।” জয়া ছাড়াও এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, ফিল্ম সোসাইটি আন্দোলনের সক্রিয় সদস্য ও চলচ্চিত্রকর্মী গাজী মাহতাব হাসানের মতো শিল্পী। একটি বিশেষ চরিত্রে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন ‘খাঁচা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা আকরাম খান। ঢাকার পরে এই ছবি ভারতেও মুক্তি পাবে কিনা তা এখনও জানা যায়নি।

অলাতচক্র (3D) | Official Teaser | Releasing 19th March, 2021

'উনিশশো একাত্তর মহাসিন্ধুর কল্লোল।'- আহমদ ছফামহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির এই মহেন্দ্রক্ষণে মুক্তি পেতে যাচ্ছে – মুক্তিযুদ্ধের পটভূমিতে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে; বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র #অলাতচক্র (3D) । আগামী ১৯ মার্চ,২০২১ -এ। আজ রইলো অফিসিয়াল টিজার…

Posted by Jaya Ahsan on Monday, 1 March 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *