টলিউডের পাশাপাশি বলিউডেও ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন যিশু সেনগুপ্ত। বলিউডের একাধিক প্রথমসারির নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন যিশু। এমনকি কাজের জন্য এখন বেশ কিছুটা সময় তিনি মুম্বইতেই থাকেন। এবার তাঁকে দেখা গেল ‘মসিহাঁ’ সোনু সুদের সঙ্গে। সম্প্রতি সোনু-র সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন যিশু। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মসিহাঁ-র সঙ্গে । আজ কাজ করে কি আনন্দ পেলাম…খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আরও অনেক অ্যাকশন আর মজা নিয়ে।’ এই ক্যাপশন দেখে ধারণা করা যায় কোনও প্রজেক্টের জন্য হয়তো এক সঙ্গে কাজ করছেন যিশু এবং সোনু। তবে সে বিষয় কিছুই জানা যায়নি এখনও।