৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের মঞ্চে বেস্ট কস্টিউম বা সেরা পোশাক বিভাগে পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করতে উঠেছিলেন জন সিনা। সেই মুহূর্তে সম্পূর্ণ নগ্ন হয়েই আলোকিত করলেন সম্মাননীয় এই মঞ্চ। এর আগে ১৯৭৪ সালের অস্কারের মঞ্চে রবার্ট অপেল নামে একজন ঠিক এভাবেই নগ্ন হয়েছিলেন। ৫০ বছর পর সেই ঘটনারই পুনরাবৃত্তি করলেন জন সিনা। অস্কার পুরস্কার মঞ্চে জনকে ডেকে নিয়েছিলেন উপস্থাপক জিমি কিমেল। তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। লজ্জা নিবারণের জন্য হাতে ছিল এক টুকরো কাগজ।জন তার প্রাইভেট পার্ট একটি বড় আকারের খাম দিয়ে ঢেকে রেখেছিলেন। সেই খামেই ছিল বিজয়ীর নাম। তাঁকে দেখে হতবাক দর্শক। তখনই তিনি বলে ওঠেন, ‘পোশাক খুবই গুরুত্বপূর্ণ। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আছে!’ মুখবন্ধ যে খামে লেখা ছিল অস্কারপ্রাপকের নাম, সেটা দিয়েই গোপনাঙ্গ আড়াল করেন জন। সেই অবস্থায় আসেন মাইক্রোফোনের সামনে। কিন্তু খাম না খুললে কী করে ঘোষিত হবে বিজয়ীর নাম? শেষ পর্যন্ত জন সিনা-কে একটি বড় পর্দা দিয়ে আবৃত করা হয়। অতঃপর ঘোষিত হয় বিজেতার নাম। বাকি প্রতিযোগীদের টেক্কা দিয়ে সেরা পোশাক বিভাগে অস্কার বিজয়ী হয়েছে ‘পুওর থিংস’।