বছর শুরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানালেন অভিনেতা জয়জিৎ

 টলিপাড়ার অন্দরে জল্পনা-কল্পনা ছিল অনেকদিন ধরেই, কিন্তু প্রকাশ্যে বিচ্ছেদের কথা কোনও দিনই স্বীকার করেননি জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়া বন্দ্যোপাধ্যায়। অবশেষে জয়জিৎ-ই স্পষ্ট জানালেন, ডিসেম্বর মাসে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে।নতুন বছর শুরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানালেন টলিউডের অভিনেতা জয়জিৎ । স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত ১২ ডিসেম্বর তাঁর আইনি বিচ্ছেদ হয়েছে, সে কথা প্রকাশ্যে আনলেন জয়জিৎ। তিনি বলেন, ” আমরা কখনওই এটা পাবলিকলি ঘোষণা করতে চাইনি। কারণ এটা কোনও আনন্দের খবর নয় যে তাই ঢাকঢোল পিটিয়ে জানাতে হবে। কিছু সংবাদপত্র আমায় দাম্পত্য নিয়ে প্রশ্ন করেছিল। আমি কোনওদিনই মিথ্যে বলিনা, এবারও বলিনি। জানাই, যে আমার আর শ্রেয়ার আইনি ডিভোর্স হয়ে গিয়েছে গত মাসেই। আমি চাই, আগামিদিন আমাদের প্রত্যেকেরই ভাল যাক। আমারও ভাল যাক। আমার প্রাক্তন স্ত্রীরও ভাল যাক।” অভিনেতা জানান, ” আমরা মিউচিয়ালি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্তে আদালত মান্যতা দিয়েছে। গত মাসের ১২ তারিখ আমরা সেই রায় পেয়েছি। আমাদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে।” গত দু’বছর ধরেই আলাদা থাকছিলেন জয়জিৎ এবং শ্রেয়া। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। ছেলের জন্যই অভিনেতা চাননি তাঁদের সম্পর্ক ভাঙা নিয়ে খুব বেশি লেখালেখি হোক, তাঁদের বিচ্ছেদের কোনও প্রভাব ছেলের উপর পড়ুক। জয়জিতের কথায়, ” ছেলের সিদ্ধান্তকেও আমরা দু’জনে মান্যতা দিয়েছি। ছেলে আমার এবং আমার বাবা মায়ের সঙ্গে থাকে। আমি ছেলেকে একটা জিনিসই বলেছি, আমার প্রতিও যেমন ওর দায়িত্ব, কর্তব্য রয়েছে, মায়ের প্রতিও সমান দায়িত্ব, কর্তব্য রয়েছে।”