গত কয়েকমাস ধরেই তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। শেষমেশ আগামী ৩০ অক্টোবর মুম্বইয়ে বসতে চলেছে কাজলের বিবাহবাসর। ব্যবসায়ী পাত্র গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন কাজল। বিয়ের আগে আজ সকালেই মেহেন্দি অনুষ্ঠানের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন সিংঘম অভিনেত্রী। ফ্লোরাল প্রিন্টের ট্র্যাডিশনাল আউটফিটই মেহেন্দি অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন তিনি। সঙ্গে মানানসই কানের দুল ও বিনুনির স্টাইলে চুল বেঁধেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন #kajgautkitched। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানিয়েছিলেন বিয়ের কথা। নিজের জন্মদিনের দিনই বিয়ের কথা ঘোষণা করেন দক্ষিণী অভিনেত্রী। বিয়ের ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে চলেছেন তিনি। এর আগে হবু স্বামী গৌতম কিচলুর সঙ্গে ছবি শেয়ার করেছিলেন। তাতে ক্যাপশনে লিখেছিলেন, “A moment of calm before the festivities begin! #kajgautkitched.”