আসতে চলেছে লোকেশ কনগরাজের ছবি ‘বিক্রম’, যেখানে অভিনয় করতে দেখা যাবে কমল হাসনকে। ওটিটি প্ল্যাটফর্মে এসেছিলেন তামিল ‘বিগ বস’-এর সঞ্চালক হয়ে। কিন্তু শো শেষ হওয়ার আগেই সেটি ছাড়তে হল তামিল ‘বিগ বস’-এর সঞ্চালকের ভুমিকা। তাঁর আগামী প্রোজেক্টের জন্য। একসাথে দুটো কাজ তিনি সামলে উঠতে পারছেন তাই এই সিদ্ধান্ত। ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিলকেও।